সালমান-মৌসুমীর মতো দুজনেই বড় পর্দায় পা রেখেছিলেন এক সিনেমা দিয়ে। তারপর বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। শাকিব-অপু পরবর্তী ঢাকাই সিনেমার সবচেয়ে হিট জুটি বলা হতো তাদের। বলছি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির কথা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে তাদের যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তারা দর্শকের নজর কাড়েন। এরপর একসঙ্গে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু হিট সিনেমায়। জুটি হিসেবেও তাদের রসায়ান জমে গিয়েছিল। ঠিক সেই সময়, অজানা কারণে একে অপরের সঙ্গে কাজ বন্ধ করে দেন তারা। এমনকি দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়। সর্বশেষ দুজনকে দেখা গিয়েছিল শাহানেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৬ সালে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘুচল সম্প্রতি যুক্তরাষ্ট্রে। চিত্রনায়ক কাজী...