নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তাদেরকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। তবে ঢাকার কোন এলাকা থেকে কখন, কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গ্রেপ্তার অন্যদের নামও প্রকাশ করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। সবশেষ নওগাঁর...