অর্থ-বাণিজ্য ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, সরকার দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং ব্যবসা বান্ধব করতে কাজ করছে। ডিজিটালাইজেশন ও কর আইন সংস্কার এই প্রক্রিয়ার মূল অগ্রাধিকার। তিনি বলেন, আমরা সবকিছু ডিজিটাল করার চেষ্টা করছি, যাতে সিস্টেমে হস্তক্ষেপ করা প্রায় অসম্ভব হয়ে যায়। এটি রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ও দক্ষতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বুধবার (৮ অক্টোবর( ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনবিআরের সদস্য ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী। এনবিআর চেয়ারম্যান আরও জানান, করদাতাদের জন্য ট্যাক্স রিফান্ড সহজ করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। গত বছর আমরা নগদ রিফান্ড দিতে পারিনি, এই বছর আমরা মিলিতভাবে সমাধান খুঁজব। তিনি জানান,...