টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডেতে সূচনা ভালো হয়নি বাংলাদেশের। টাইগারদের বিপক্ষে আফগানিস্তান প্রথম ম্যাচে জয় তুলেছে ৫ উইকেটে। ম্যাচের পর তাওহীদ হৃদয় বলেছেন, তার আউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ব্যাটিংয়ে বাংলাদেশের ছন্দহীনতা ছিল চোখে পড়ার মতো। খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ২২১ রানে থামে মেহেদী হাসান মিরাজের দল। দলের নড়বড়ে অবস্থার মাঝে ৮৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন হৃদয়। ফিফটি করা অধিনায়ক মিরাজের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে খানিক প্রতিরোধ এনেছিলেন রানআউট হওয়ার আগে। পুরস্কার বিতরণীর মঞ্চে মিরাজ বলেছেন, ‘বেশি জুটি গড়তে না পারাই তাদের হারের কারণ।’ ৩৬তম ওভারের দ্বিতীয় বলে খারোতির বল কাভারে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন হৃদয়। থেমে যান শুরুতেই, কিন্তু শহীদির মিসিফিল্ডিংয়ে আবারও রানের জন্য ছোটেন। মিরাজ সাড়া দেননি। ভুল বোঝাবুঝিতে ১৫৪ রানে চতুর্থ উইকেটের...