ইসরায়েল ও হামাসের মধ্যে অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উভয় পক্ষ গাজায় থাকা জিম্মিদের মুক্তি এবং সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে। ট্রাম্প কাতার, মিশর ও তুরস্ককে মধ্যস্থতার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনা নির্দিষ্ট সীমার মধ্যে ফিরিয়ে নেবে। এটি হবে স্থায়ী ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ।” হামাসও এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এতে ইসরায়েলি সেনা প্রত্যাহার, জিম্মি বিনিময় এবং বন্দি মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যদিও প্রথম ধাপের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, বিভিন্ন সূত্র থেকে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক জানা গেছে। ফিলিস্তিনি সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি...