আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যখন ধীরে ধীরে নিরাপদ অবস্থায় নিয়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ, তখনই ঘটে সেই দুঃসময়ের মুহূর্ত। একটি ভুল সিদ্ধান্তে রান আউট হয়ে ফেরেন হৃদয়।ভেঙে যায় শতরানের জুটি, থেমে যায় বাংলাদেশের রানের গতি। ম্যাচ শেষে নিজের ভুলের দায় স্বীকার করে তাওহীদ হৃদয় বলেন, “এভাবে রান-আউট হওয়া একটা অপরাধ। ” ৫৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে ছিল বাংলাদেশ। সেখান থেকে ১০১ রানের জুটি গড়ে ইনিংস টেনে তোলেন হৃদয় ও মিরাজ। ব্যাটিংও করছিলেন দারুণভাবে, ৮৫ বলে ৫৬ রান। কিন্তু হঠাৎ এক ভুল কলেই রান নিতে গিয়ে আফগানদের হাতে উপহার দেন নিজের উইকেট। হৃদয়ের মতে, সেই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি মনে করি, আমার রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শতভাগ। ওই অবস্থায় ম্যাচটা নিয়ন্ত্রণে ছিল।...