বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার আকিম অগাস্ট। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়া এভিন লুইসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এদিকে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষেক হয়েছে স্পিনার খারি পিয়েরের। ওয়ানডে দলে গুদাকেশ মোতি ও রস্টন চেজের সাথে তৃতীয় পেসার হিসেবে থাকছেন তিনি। গতবছর ডিসেম্বরের পর প্রথমবারের মত ফিরেছেন আলিক আথানাজ। বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলে আছেন শামার জোসেফ। তিনি ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। তাছাড়া টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন বাঁহাতি পেসার রামন সিমন্ডস ও উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো। জাঙ্গো থাকবেন উইকেট কিপার ব্যাটার অধিনায়ক...