স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন তার জামাই লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জাহান। তোফায়েল আহমেদ ছিলেন অন্তর্বর্তী সরকার গঠিত **স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। এছাড়া ২০০৬-২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনেরও সদস্য ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে গঠিত সাত সদস্যের **স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেন।** ২০২৫ সালের ২০ এপ্রিল তারা তাদের দুই খণ্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সোয়ানসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ও...