রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কেউ আর পরিচিত হতে চাচ্ছেন না। তিনি মনে করেন, এখন কেউ যদি কাউকে আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা 'মাস্টারমাইন্ড' বলে, তবে তিনি তা দৃঢ়ভাবে অস্বীকার করবেন। সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে দেওয়া বক্তব্যে তিনি এই চিত্র তুলে ধরেন। গোলাম মাওলা রনি উদাহরণ টেনে বলেন, কেউ এখন এই তকমা নিতে রাজি নন, "এখন কেউ যদি বলে, আপনি মাস্টারমাইন্ড, সে বলবে— খোদার কসম আমি কোনোদিন মাস্টারমাইন্ড ছিলাম না।" তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, "এখন আপনি যদি ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বলেন— স্যার আপনি কি মাস্টারমাইন্ড ছিলেন? উনি বলবেন, খোদার কসম বিশ্বাস করো, আমি কোনো মাস্টারমাইন্ড ছিলাম না।" রনির মতে, পুরো পরিস্থিতি এখন...