২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে আগামী ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) এক কর্মকর্তা জানিয়েছেন, শিকাগোতে চলমান ইমিগ্রেশন কার্যক্রম এবং শহরে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিকাগোতে গত মাস থেকে ১,০০০-এর বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্দোলন দমন করার জন্য জাতীয় গার্ড মোতায়েন করেছেন।...