নতুন করে বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে এসেছে। প্রবাসী ফুটবলারদের আগমনে যেমন শক্তিশালী হয়েছে জাতীয় দল, তেমনি দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝেও জেগেছে উচ্ছ্বাস। অনেকটা আত্মবিশ্বাসী হয়েই আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচ শুরুর আগেই জমে উঠবে স্টেডিয়ামের পরিবেশ। মাঠে খেলার উত্তেজনা ছড়িয়ে পড়বে গানের তালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরুর আগে টেকনোর পৃষ্ঠপোষকতায় দর্শকদের জন্য থাকছে জমকালো ‘কিক-অফ শো’। এই বিশেষ আয়োজনের মঞ্চ কাঁপাতে হাজির হবেন দেশের তিন জনপ্রিয় পারফর্মার— তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাং ও অ্যাভয়েড রাফা। সংগীত আর পারফরম্যান্সে তারা উজ্জীবিত করবেন পুরো স্টেডিয়ামকে। এদিকে মাঠের খেলাতেও বাড়তি উত্তেজনার অভাব নেই। কারণ, এশিয়ান কাপে...