আল্লাহর ঘর হিসেবে মসজিদে নামাজ আদায় করা সর্বোত্তম আমলগুলোর একটি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ।” তাই মসজিদ মুসলমানদের আধ্যাত্মিক প্রশান্তি, আল্লাহর ইবাদত ও পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তোলার জায়গা। প্রাথমিক ইসলামি যুগ থেকেই মসজিদ শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক কার্যক্রমেরও কেন্দ্র ছিল। বাংলাদেশেও মসজিদ কেবল নামাজের জায়গা নয়, বরং এটি মানুষের ধর্মীয় জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।এদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে হাজারো মসজিদ। এগুলো শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামি ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। তেমনি একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ- ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ।ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা স্বরুপ নির্মাণ করা হয়েছে। এটি বাংলাদেশের...