ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আলো ছড়িয়ে সম্প্রতি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন আকিম ওগিস। প্রতিভাবান এই ব্যাটসম্যানের সামনে এবার ওয়ানডে খেলার হাতছানি। বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে, দুটি স্কোয়াডেই জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। বয়সভত্তিক ক্রিকেট থেকেই ক্যারিবিয়ান ক্রিকেটে আলাদা পরিচিতি গড়েছিলেন ওগিস। সেন্ট লুসিয়ার সন্তান এবারের সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৯ ইনিংসে ২২৯ রান করেন ১৬২.৪১ স্ট্রাইক রেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি খেলেছেন ২৪ ম্যাচ। নেপালের বিপক্ষে সিরিজে না খেললেও বাংলাদেশ সফরে দুটি দলেই থাকছেন মূল অধিনায়ক শেই হোপ। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার আছেন শুধু টি-টোয়েন্টি দলে। চোটের কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইস। চলতি ভারত সফরে টেস্ট অভিষিক্ত খ্যারি পিয়ের ফিরেছেন ওয়ানডে দলে। তিনটি ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার সবশেষটি খেলেছিলেন সেই...