বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিলো, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মতো কিছু নেই। ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতোটুকু ঐকমত্য হবে ততোটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মতো করে সিদ্ধান্ত নেবে। এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...