ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে সবচেয়ে বেশি আলোচনায় ছিল জোরপূর্বক গুমের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বরাবরই কতিপয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক এ ধরনের সংঘটিত অপরাধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানীমূলক প্রতিবেদনে উঠে এসেছে ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালার ভয়াবহ চিত্র। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর সেসব ঘটনা তদন্তে ‘গুম সংক্রান্ত তদন্ত কমিশন’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার ‘জোরপূর্বক গুম’ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শিরোনাম ‘সত্য উন্মোচন (আনফোল্ডিং দ্য ট্রুথ)’। এটি নির্মাণে সহযোগিতায় ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৮ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে বলা হয়, ‘‘‘বাংলাদেশে কখনও কেউ গুম হয় নাই’—বলে পতিত ফ্যাসিস্ট এক ধরনের অস্বীকারের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা...