অর্থ সংকট ও যুক্তরাষ্ট্রের তহবিল অনিশ্চিত থাকায় আগামী মাসগুলোয় বিশ্বব্যাপী ৯টি শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনীর প্রায় এক-চতুর্থাংশ ছাঁটাই করছে জাতিসংঘ। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২৫ শতাংশ শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। ফলে ছাঁটাইয়ের আওতায় আসবেন ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা যুক্তরাষ্ট্র, যা মোট তহবিলের ২৬ শতাংশের বেশি দান করে। দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা চীন দেয় প্রায় ২৪ শতাংশ। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয় এবং নির্ধারিত। তবে ১ জুলাই নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই দেড় বিলিয়ন ডলার বকেয়া ছিল যুক্তরাষ্ট্রের। নতুন বকেয়া ১.৩...