টি-টোয়েন্টি লিগগুলো বিভিন্ন দেশের জাতীয় দলের ওপর কি ভয়ংকর প্রভাব ফেলছে, তার একটি উদাহরণ প্যাট কামিন্স আর ট্রাভিস হেডকে দেওয়া প্রস্তাবে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক কামিন্স এবং তারকা ব্যাটার ট্রাভিস হেডকে ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাক) বিশাল প্রস্তাব দিয়েছে একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী। বিনিময়ে জাতীয় দল ছেড়ে তাদের হয়ে পূর্ণকালীন সময়ে খেলতে হবে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী এই অফারটি দিয়েছিল। তবে কামিন্স এবং হেড দুজনেই বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা বছরে প্রায় ১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১২ কোটি টাকা) আয় করেন। আর কামিন্স অধিনায়কত্ব ভাতাসহ প্রায় ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৪...