০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম কিছু দিন আগে হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের পর যেন সাপে বর পেয়েছে পাকিস্তান। একের পর এক সুখবর আসছে দেশটির জন্য। সম্প্রতি সউদী আরবের সঙ্গে ‘এসএমডিএ’ সামরিক চুক্তি করেছে পাকিস্তান। আর এবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক। এখন কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান নয়। পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে সামরিক শক্তিতে বিশ্বে নবম অবস্থানে থাকা তুরস্ক, দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান এবং সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে থাকা চীন। তুরস্ক ও আজারবাইজান গত কয়েক বছর ধরে ভারতের বিপক্ষে অক্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই তিন দেশের ঐক্য নিয়ে উদ্বেগে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই ত্রিশক্তি আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক...