আফগানিস্তানে কিছু সোশাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ (সাবেক টুইটার) কয়েকটি প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। তবে কোন ধরনের পোস্ট বা কনটেন্ট এ ফিল্টারের আওতায় পড়ছে, তা এখনো স্পষ্ট নয়। কাবুলের কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, তারা এখন ফেইসবুকে ভিডিও দেখতে পারছেন না, ইনস্টাগ্রামেও প্রবেশে সমস্যা হচ্ছে। এই কনটেন্ট নিষেধাজ্ঞা এসেছে দেশজুড়ে দুই দিনের ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধের এক সপ্তাহ পর। ইন্টারনেট বন্ধের সময় ব্যবসা-বাণিজ্য ও ফ্লাইট চলাচল ব্যাহত হয়, জরুরি সেবাও সীমিত হয়ে পড়ে। নারীরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে নারী ও শিশুদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে...