টাইফয়েড প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশন “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আয়োজন করছে। এ উপলক্ষে বুধবার নগর ভবনের সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। টাইফয়েড প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশন “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আয়োজন করছে। এ উপলক্ষে বুধবার নগর ভবনের সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার রহমতউল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায়া রিছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও (ডাব্লিউএইচও) ডাক্তার মাহবুবা সুলতানা, ইউনিসেফের প্রতিনিধি ডাক্তার লি শান্তা মন্ডল, এবং গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেস কনফারেন্সে সচিব আমিন আল পারভেজ বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর...