ভ্যান চালক নরু মিয়া জানন, এই রাস্তা দিয়ে সকাল-বিকাল তাদের যেতে হয়। বেশি সমস্যা হয় বৃষ্টির সময়। যখন খালি গাড়ি থাকে তখন আরও কষ্ট হয়। কারণ মানুষের সাহায্য ছাড়া এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন যা আয় করেন তার চেয়ে দ্বিগুণ খরচ করতে হয় গাড়ির পেছনে। স্কুলে যাতায়াতের দুর্ভোগের কথা জানিয়ে স্থানীয় স্টার অ্যাকাডেমি স্কুলের গাজী ফাহিম ও অহেদ নামে অষ্টম শ্রেণির...