ইসরাইলি বাহিনীর হাতে আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৮ অক্টোবর) সংগঠনের সভাপতি রিফাত রশিদ প্রেরিত এক বার্তায় এই উদ্বেগ জানানো হয়। বার্তায় বলা হয়, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনী দীর্ঘদিন ধরে নির্বিচারে হামলা চালিয়ে নারী-শিশুসহ হাজারো মানুষকে হত্যা করছে। সর্বশেষ দুই বছরে গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। অবরুদ্ধ গাজাবাসী খাদ্য, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত। সম্প্রতি মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইলি অবরোধ ভেঙে গাজামুখী যাত্রা করে ফ্রিডম ফ্লোটিলা। এতে অংশ নেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। ধ্বংসস্তূপ গাজায় মানবিক সহায়তা পাঠানোর এই উদ্যোগে তার অংশগ্রহণ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সংহতির প্রতীক, যা বাংলাদেশের জনগণের ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানেরও বহিঃপ্রকাশ। এতে আরও বলা হয়, কিন্তু এই মানবিক সহায়তায়...