এখন তাহলে স্বস্তির শ্বাস নিয়ে স্রেফ মাঠেই মন দিতে পারেন হুবেন অ্যামুরি! তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল নিত্যই। শঙ্কা কিছু তার মনেও নিশ্চয়ই ছিল। তবে আপাতত চাকরি নিয়ে দুর্ভাবনায় থাকতে হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে। ক্লাবের স্বত্বাধিকারীদের একজন জিম র্যাটক্লিফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিজেকে প্রমাণের তিন বছর সময় পাবেন অ্যামুরি। এরিক টেন হাগকে বরখাস্ত করে অ্যামুরিকে কোচের দায়িত্ব নেওয়ার নেপথ্যে ছিলেন র্যাটক্লিফই। তবে এখনও পর্যন্ত প্রত্যাশার প্রতিদান মেলেনি। দুঃসময়ের চক্র থেকে বের হওয়া বহুদূর, ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে নতুন তলানিতে। গত বছর ১৫ নম্বরে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তারা। সেই ১৯৭৩-৭৪ মৌসুমে রেলিগেটেড হওয়ার পর এটিই ছিল শীর্ষ লিগে তাদের সবচেয়ে বাজে ফলাফল। অ্যামুরি দায়িত্বে আসার পর ৩৪ ম্যাচে জয় ধরা দিয়েছে স্রেফ ১০টি। ক্লাবের পক্ষ থেকে তবু...