আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, তার দল প্রায় ৪০ রান কম করেছে। যার পেছনে ছিল পুরোনো রোগ সেই ‘ব্যাটিং বিপর্যয়’! জবাবে আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে আফগানরা। ধীর গতির উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের অর্ধশতকেও বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় মাত্র ২২১ রানে। । এরপর বল হাতে ৩ উইকেট নেওয়া আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ব্যাট হাতেও ৪৪ বলে ৪০ রানের ইনিংস খেলে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জয় পাইয়ে দিতে অবদান রাখেন। পরাজয়ের পর মিরাজ বলেছেন, ‘শুরুর দিকেই আমরা অনেক উইকেট হারিয়েছি। এখানে ব্যাট করা কঠিন ছিল। তাওহীদ দারুণ খেলেছে, কিন্তু শেষদিকে আমরা কোনও পার্টনারশিপ পাইনি। অন্তত ৪০ রান কম করেছি।’ ৫৩...