টাইফয়েড প্রতিরোধে দেশব্যাপী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১ মাস টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী জেলার ৯ লাখ ৯৩ হাজার শিশু এই টিকা পাবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক। গত ৮ অক্টোবর পর্যন্ত ৭০ শতাংশ শিশু টাইফয়েড টিকা দানের জন্য অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানান তিনি। তবে ১২ অক্টোবর শুরু হলেও এখন ৩০ শতাংশ শিশু টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন সম্প্ন্ন করেনি। ফলে শতভাগ টিকাদান নিশ্চিত নিয়ে সংশয় রয়ে গেছে।এদিকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীন মিয়া চৌধুরী জানান, কক্সবাজার জেলায় ৬৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক শিশু টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ইতিমধ্যে ৬২ শতাংশ শিক্ষার্থী টাইফয়েড...