আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্টের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স’সহ বিভিন্ন সাইটে নির্দিষ্ট কিছু কন্টেন্ট ব্যবহারে সীমিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম তালেবান সরকারের সূত্র বিবিসি আফগানকে তথ্যটি নিশ্চিত করেছে। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স’সহ বিভিন্ন সাইটে নির্দিষ্ট কিছু কন্টেন্ট ব্যবহারে সীমিত করার জন্য ফিল্টার প্রয়োগ করা হয়েছে। ঠিক কী ধরণের পোস্ট ফিল্টারিংয়ের আওতায় পড়বে, তা এখনো স্পষ্ট নয়। কাবুলের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছেন, “তাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আর দেখা যাচ্ছে না, অন্যদিকে ইনস্টাগ্রামে অ্যাক্সেসও সীমিত করা হয়েছে। গত দুই দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ রাখার এক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়া কন্টেন্টের উপর এই বিধিনিষেধ আরোপ...