স্পোর্টস ডেসক্ : সর্বোচ্চ পর্যায়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একইসাথে আত্মবিশ্বাসের সাথে বলেছেন ক্লাব ও দেশের হয়ে এখনো প্রতিনিধিত্ব করার যোগ্যতা তিনি রাখেন। আল-নাসরর এই ফরোয়ার্ড ইতোমধ্যেই পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে ১৪১ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষে ৩৯তম গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে গিয়ে ৪০ বছর বয়সী রোনাল্ডো স্বীকার করেছেন পরিবারসহ তার আশেপাশে যারা আছেন তারা সবাই বিশ্বাস করে তিনি ইতোমধ্যেই সবকিছু অর্জণ করে ফেলেছেন। কিন্তু রোনাল্ডো নিজে মনে করেন এখনো সর্বোচ্চ পর্যায়ে তার অবদান রাখার সুযোগ রয়েছে। আর এই অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। রোনাল্ডো বলেন, ‘সবাই বিশেষ করে আমার পরিবার বলেছে এখনই সময় থেমে যাবার।...