পারস্পরিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে এটি সেরা প্রস্তাব হলেও আদর্শ নয়। ল্যাভরভ বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা সবচেয়ে জরুরি। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তবে চলমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বিকল্প নেই। তিনি আরো জানান, ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যদি রাশিয়ার সহযোগিতা চায়, তবে মস্কো প্রস্তুত রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনের নতুন পরিকল্পনা ঘোষণা করেন। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন। ৩ অক্টোবর হামাসও এ পরিকল্পনায় সম্মতি দেয়। এরপর ৪ অক্টোবর...