নিহত রবিউল ইসলাম নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেগশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যার পর মিলের ওয়াশরুম ভেতর থেকে লক করা অবস্থায় থাকতে দেখে সহকর্মীরা বিষয়টি টের পান। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রবিউল ইসলামকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীদের ভাষ্যমতে তারা বলেন, ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমরা অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে দরজা ভেঙে দেখি রবিউল ভাই পড়ে আছেন অচেতন অবস্থায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেন, তিনি আগেই মারা গেছেন। এদিকে, রবিউলের গলায় আঘাতের দাগ ও জিব্বা বের হয়ে থাকার বিষয়টি দেখে তাঁর পরিবার দাবি...