রাজধানীতে আবারও স্বর্ণ চুরির বড় একটি ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে এক শপিং মলের জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মালিবাগের ফরচুন শপিং মলে ঘটে এই দুর্ধর্ষ চুরি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটির শাটারের তালা কেটে চুরি সংঘটিত হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুজন চোর বোরকা পরে এসে তালা কেটে দোকানে প্রবেশ করে এবং স্বর্ণসহ নগদ টাকা নিয়ে যায়। দোকানের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা সবই লুটে নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে দারোয়ান ফোন...