সংঘাত ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত দেশ ডিআর কঙ্গোর এক নারী মৌমাছি পালনের প্রশিক্ষণ দেন। এরইমধ্যে তিনি এক হাজারেরও বেশি মানুষকে এই প্রশিক্ষণ দিয়েছেন। এখন তিনি বেশিসংখ্যক নারীকে এই পেশায় নিয়ে আসার চেষ্টা করছেন। বর্তমানে ডিআর কঙ্গোতে ২০ হাজারের বেশি মৌমাছি পালনকারী আছেন, যাদের বেশিরভাগই উত্তর কিভুতে বাস করেন। সেখানে তারা ২৩ হাজারের বেশি মৌচাক পরিচালনা করেন। ডেবোরার প্রশিক্ষণ গ্রহণের আগে অনেক মৌমাছি পালনকারী ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভর করতেন, যা পরিবেশের ক্ষতি করতো। মধু সংগ্রহের সময় মৌমাছির বাসা প্রায়ই ধ্বংস হয়ে যেতো। ডেবোরার পরামর্শ অনুসারে আধুনিক মৌচাক বানানোর কারণে তাদের কাজ এখন সহজ, আরও উৎপাদনশীল এবং টেকসই হয়ে উঠেছে। ডেবোরা এখনও ছোট চাষীদের পরামর্শ দিয়ে থাকেন। তিনি তাদের বলেন, মৌমাছি পালন করে নিয়মিতভাবে আয় করা সম্ভব। ডেবোরা বলেন, ‘মৌমাছি পালন এমন...