যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বৈঠকের মাঝেই রাষ্ট্রদূত মার্কো রুবিও হোয়াইট হাউসের ব্লু রুমে দাঁড়িয়ে ট্রাম্পকে হাতে লেখা একটি নোট দেন। রুবিও জানান, তার কাছে ট্রাম্পের জন্য খবর আছে। কিন্তু তা মিডিয়ার সামনে বলা যাবে না। এরপর তিনি ট্রাম্পকে একটি নোট দেন। নোটে লেখা ছিল, আপনাকে দ্রুত একটি ট্রুথ সোশাল পোস্ট অনুমোদন করতে হবে যাতে আপনি প্রথমে চুক্তির ঘোষণা দিতে পারেন। ট্রাম্প গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রদূত আমাকে একটি নোট দিয়েছেন, যা বলছে আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি। তাই আমাকে দ্রুত কাজ করতে হবে। তাই কয়েকটি প্রশ্ন নেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ কূটনীতিকের কাছ নোট পাওয়ার প্রায় দুই ঘণ্টা...