বাংলাদেশ সফরে আসার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর ঢাকায়, এরপর চট্টগ্রামে ২৭ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দলের নেতৃত্বে আছেন শাই হোপ, দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দুই স্কোয়াডে জায়গা পেয়েছেন গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও ব্র্যান্ডন কিং। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব–১৯ দলের সাবেক অধিনায়ক আকিম অগাস্ট। অন্যদিকে অভিজ্ঞ ওপেনার এভিন লুইস কব্জির ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় বাংলাদেশ সফরে থাকছেন না। আগামী বছরে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে ওয়েস্ট ইন্ডিজ দল। দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘এই স্কোয়াডটি...