তবে ক্যারিয়ারের মাঝে হঠাৎ করেই একসঙ্গে কাজ বন্ধ করে দেন বাপ্পী-মাহি। পর্দা তো বটেই, একে-অপরের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। দীর্ঘদিনের সে দূরত্ব ঘুচেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে। সেখানে চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর দেখা হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এই পুনর্মিলন ঘটে মারুফের নিউ ইয়র্কের বাসায়, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে থাকা শোবিজ সংশ্লিষ্ট আরও অনেক বাংলাদেশি। প্রায় চার মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে বাপ্পী সেখানে গেছেন গেল মাসে। বাপ্পী বলেন, আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।...