চট্টগ্রাম:শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫ জন। এ ছাড়া দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেওয়ায় একটি প্রত্যাহার না করায় বাতিল হয়েছে এক প্রার্থীর মনোনয়ন। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ওই দিন বেলা ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল।তবে সরাসরি উপস্থিত না থাকায় বেশ কয়েকজন প্রার্থী প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহারের আবেদন পাঠালেও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে (অর্ডিনারি গ্রুপ) মোট প্রার্থী ৩৬ জন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে (অ্যাসোসিয়েট গ্রুপ) মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন করে প্রার্থী। এ দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে...