গাজায় চলমান সহিংসতা ও বন্দি বিনিময় নিয়ে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কার্যকর হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষরা বৃহস্পতিবার (০৯ অক্টোবর) আনন্দ উদযাপন করেছেন। দুই পক্ষের এই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি এমন সময়ে আসে, যখন গাজায় চলমান যুদ্ধে ৬৭ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্রভাবে পরিবর্তিত হয়েছে। হামাসের সীমান্ত পার হওয়া হামলার দ্বিতীয়বারের বার্ষিকী শেষে মিসরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের ২০-পদক্ষেপের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ওপর সমঝোতা হয়েছে। চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে এটি পূর্বের যেকোনো প্রচেষ্টা থেকে বেশি দুই পক্ষকে যুদ্ধ বন্ধের দিকে নিয়ে আসবে। চুক্তির খবর প্রকাশের পর ইসরায়েল ও গাজাসহ বিভিন্ন স্থানে উল্লাস দেখা গেছে। বন্দিদের পরিবার আতশবাজি উড়িয়ে আনন্দ প্রকাশ করেছেন, আর ফিলিস্তিনিরা খুশি হয়ে তালি বাজিয়েছেন, রক্তপাতের অবসানের আশা প্রকাশ করেছেন। গাজার...