বয়স চল্লিশ ছাড়িয়ে গেছে, মাঠে এখনো দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পরিবার নাকি তাকে এখন থামতে বলছে; কিন্তু তার এখন থামার কোনো ইচ্ছা নেই। সিআর সেভেন এখন এগিয়ে যাচ্ছেন হাজার গোলের মাইলফলকের দিকে। এর আগে তার থামার কোনো সম্ভাবনাই নেই। ইউরোপ মাতিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে। ‘ক্যানেল ১১’ –কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লোকজন, বিশেষ করে আমার পরিবার বলে, “এবার থামো। তুমি সবই করেছ। কেন তুমি ১০০০ গোল করতে চাও?” কিন্তু আমি মনে করি, আমি এখনও ভালো কিছু করছি। আমি ক্লাব এবং জাতীয় দলে অবদান রেখে যাচ্ছি। তাহলে কেন আমি চালিয়ে যাব না?’ রোনালদো বর্তমানে হাজার গোল থেকে মাত্র ৫৪ গোল দূরে আছেন। তিনি আশা করছেন আগামী সপ্তাহে ২০২৬...