নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত দুইটি গুম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই পরোয়ানা পাঠানো হয়েছে পুলিশের আইজি এবং সংশ্লিষ্ট ১২টি সরকারি দপ্তরে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর।চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তিরা আর কর্মরত বিবেচিত হবেন না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ভিন্ন মতাদর্শের রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ অনেককে গোপনে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি এ ঘটনাগুলোর তদন্তের ভিত্তিতে দুইটি গুম সংক্রান্ত অভিযোগ আমলে নেওয়ার আবেদন জানান। প্রথম অভিযোগে শেখ হাসিনা ছাড়াও আসামিরা হলেন—সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক...