০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম শীতের আগমনের সঙ্গে সঙ্গে সৈয়দপুরের বিভিন্ন লেপ-তোষক দোকানে ক্রেতার ভিড় বাড়ছে, ফলে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শহীদ ডা. জিকরুল হক রোডে ঘুরে দেখা যায়, তুলার দাম ও মজুরীর বৃদ্ধির কারণে এবছর লেপ-তোষক তৈরির খরচ কিছুটা বেড়ে গেছে। একটি মাঝারি মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা, আর তোষক তৈরিতে ৮০০ থেকে ১০০০ টাকা। লেপ তৈরির জন্য সাধারণত কার্পাস তুলা ব্যবহার করা হয়, ডবল লেপ বানাতে লাগে ৩-৪ কেজি তুলা। শীতের আগমন শুধু লেপ-তোষকের চাহিদাই বাড়াচ্ছে না, পাশাপাশি গরম পোশাক, কাঁথা, কম্বল, চাদর, শাল, শীতের টুপি, হাতমোজা, মাফলার ও কার্পেটের বিক্রিও বেড়েছে। সন্ধ্যা হতেই লোকেরা শীত নিবারণের জন্য পাতলা কাঁথা ব্যবহার শুরু করছেন। এছাড়া, সৈয়দপুর...