গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার অঞ্চলটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সংস্থার এক কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, ‘গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোতে একমত হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে উত্তর গাজার বেশ কিছু এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ তিনি জানান, গাজা সিটিতে তীব্র বিমান হামলার একটি ধারাবাহিকতা চালানো হয়েছে। এএফপি বরাত দিয়ে এসব খবর জানিয়েছে আল জাজিরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে সহায়তা করবে এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প...