নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ে ১৩ অক্টোবর (সোমবার) বান্দরবান জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,“বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।” এই দাবিগুলোর প্রতি সাধারণ জনগণেরও সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বান্দরবান জেলার সর্বস্তরের নাগরিকদের হরতালে অংশ নেওয়ার আহ্বান জানান। ১. পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে তিন পার্বত্য জেলায় সংবিধানভিত্তিক শাসনব্যবস্থা চালু। ২. জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল। ৪....