গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চুক্তিতে সই করেছে ইসরায়েল ও হামাস। বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ইসরায়েল এবং হামাস আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়েছে ও সই করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল সমঝোতার ভিত্তিতে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।” চুক্তি সইয়ের খবর প্রকাশ্যে আসার পর গাজার খান ইউনিসে ফিলিস্তিনি যুবকদের উল্লাস করতে দেখা গেছে। এদিকে, যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “আমরা, এই যুদ্ধের মধ্যস্থতাকারীরা, ঘোষণা করছি যে আজ রাতে গাজায় শান্তি...