চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে বিপন্ন প্রজাতির মৃত একটি ডলফিন ভেসে এসেছে। তিন দিন ধরে পড়ে থাকার কারণে অনেকটা পচে যায় ডলফিনটি। যার কারণে গুলিয়াখালী পর্যটন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা।বিষয়টি সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামকে জানানো হলে তা উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগকে জানানো হয়। পরে ডলফিনটি বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় মাটিতে পুঁতে ফেলা হয়।পর্যটন এলাকার স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (০৬ অক্টোবর) বিকেলে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। যার ওজন প্রায় ১০০ কেজি।স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ডলফিন পচে যাওয়ার এতই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যে আমি চারবার বমি করেছি।বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধারউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. কল্লোল বড়ুয়া বলেন, এটা মিঠাপানির শুশুক বা ডলফিন। কীভাবে মারা তা বলা যাচ্ছে...