রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার উদ্দেশ্যে ঢাকায় জড়ো হওয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মোট ৭ জন নেতা রয়েছেন। মোট গ্রেপ্তার হয়েছেন ১১ জন। বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, পরিকল্পিতভাবে রাজধানীতে নাশকতা ঘটানোর জন্য বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রমনা বিভাগের একটি দল রাজধানীর হাতিরপুল এলাকা থেকে চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল, রাশিদুল ইসলাম রন্টি, হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার,...