‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সংক্রান্ত অভিযানে গত ৫ দিনব্যাপী বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত জাল, মাছ, নৌযান আটকসহ ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নৌ পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাবছর দেশব্যাপী দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তায় নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে নৌ পুলিশ। গত ৪ অক্টোবর হতে শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান উপলক্ষে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের নির্দেশনায় দেশব্যাপী নৌ পুলিশের অঞ্চলসমূহের আওতাধীন নৌপথ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌ পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত পাঁচদিনে মোট ৩,৯৬,৩৪,০৫০ মিটার অবৈধ জাল, ৩,৯২৭ কেজি মাছ উদ্ধারসহ ১৪০টি নৌযান আটক করা হয়। এসময় ৮৫টি...