সবচেয়ে বেশি বিক্রি হওয়া দুটি গাড়ির ‘সাশ্রয়ী’ সংস্করণ বাজারে এনেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা। ‘মডেল ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’ নামের দুটি গাড়ির দাম যথাক্রমে ৩৯ হাজার ৯৯০ ডলার ও ৩৬ হাজার ৯৯০ ডলার। তবে অনেকে বলছেন, এত বেশি দামে গাড়ি কেনার জন্য নতুন ক্রেতা আকৃষ্ট করা কোম্পানিটির জন্য কঠিন হবে। গত বছর এসব গাড়িকে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানোর উপায় হিসেবে তুলে ধরেছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি বলেছিলেন, বিভিন্ন প্রণোদনা বা ছাড়ের পর গাড়িটির দাম যদি ৩০ হাজার ডলারের নিচে রাখা যায়, তবে সেটিই হবে মূল বিষয়। রয়টার্স লিখেছে, ইউরোপ ও চীনে বাড়তে থাকা ইভির প্রতিযোগিতা এবং সাড়ে ৭ হাজার ডলারের মার্কিন কর-ছাড় সুবিধা হারানোর পর নিজেদের পুরানো মডেলের বিভিন্ন গাড়ির বিক্রি কমে...