যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েঠে। এসময় ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (০৮ অক্টোবর) রাতে বেনাপোলের আমড়াখালি সীমান্ত এলাকার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে প্রকাশ সিকদার (৩৫) ও যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের আব্দুল শহীদ (৪২)। এছাড়া জব্দ করা পণ্যের দাম ৬ লাখ ৬০ হাজার টাকা। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার রাতে গোপন সংবাদে পেয়ে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোলের...