রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে ঘটেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাত চোরচক্র বোরকা পরে মলে প্রবেশ করে দোকানের শাটারের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, “চোরচক্র রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্সে প্রবেশ করে শাটারের তালা ভেঙে ভেতরের স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সিআইডির টিমও ঘটনাস্থলে তদন্ত করছে।” পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে, দু’জন চোর বোরকা পরে ফরচুন শপিং মলে ঢুকে এ চুরি সংঘটিত করে। ফুটেজে দেখা যায়, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের তালা কেটে ঢোকে এবং কিছুক্ষণের মধ্যেই স্বর্ণালঙ্কার নিয়ে...