ঢাকার প্রাচীন ঐতিহ্যের প্রতীক লালবাগ কেল্লা যেন ফিরে গেছে অন্য এক যুগে-যে যুগ ছিল সুর, তাল ও রাগের মোহনায় ভেসে থাকা সময়ের। কিংবদন্তি সঙ্গীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজন করেছে এক মনোমুগ্ধকর ধ্রুপদী সংগীত সন্ধ্যার। ছবি: মাহবুব আলম ঐতিহাসিক এই দুর্গ রূপ নিয়েছে আলো ও সুরের মিলনমেলায়। কেল্লার প্রতিটি প্রাচীর, গম্বুজ ও দরজায় জ্বলছে নানারঙের আলোকসজ্জা, যেন ইতিহাস আর শিল্প এক হয়ে গেছে এই বিশেষ সন্ধ্যায়। ভেসে আসছে সেতারের তারে তারে মায়াবী ধ্বনি, তবলার তাল মিলছে বেহালার তানে-সকলেই যেন অনুভব করছেন এক অন্যরকম সাংস্কৃতিক জোয়ার। ওস্তাদ আলাউদ্দিন খাঁ-যার হাত ধরে ভারতীয় উপমহাদেশে ধ্রুপদী সংগীত পেয়েছিল নতুন পরিচয়, নতুন ভাষা। মাইহার ঘরানার এই মহাগুরু শুধু একজন সংগীতশিল্পী নন; তিনি ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান। তার শিষ্যদের...