০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার ঘটনায় দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবিতে ঘিওরে সর্বস্তরের তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলার ঘিওর ডি.এন. উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হয়। মুফতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি মুহামুদুল্লাহ বাবু ও মাওলানা আজিজুল হক। বক্তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বের এই জঘন্য কাজ দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে। তারা অভিযোগ করেন, বারবার এমন ঘটনা ঘটার মূল কারণ কঠোর আইন না থাকা। অতীতেও কুরআন অবমাননার ঘটনা ঘটেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি...